ইলিয়াস হোসাইন রিফাত, ঢাকা: ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বেশ কয়েকঘন্টা সংঘর্ষের খবর পাওয়া গেছে।
জানা গেছে, কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন শুরু করলে ছাত্রলীগের একাংশ তাদের বাধা দেয় এবং রিভা-রাজিয়ার বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় সভাপতি রিভাসহ উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে কলেজ গেটের বাইরে এনে রিভাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবস্থা গুরুতর হওয়ায় পুলিশকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত বিষয় নিয়ে পরে কথা বলবেন বলে জানান তারা।
অন্যদিকে এ ঘটনার জেরে আজ (রোববার) দুপুরের দিকে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ছাত্রলীগের একাংশ।
জেবি/ আরএইচ/