ঘোড়াঘাটে ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২২


ঘোড়াঘাটে ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ছবি তোলা, স্বাক্ষর  ও আঙ্গুলের ছাপ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম। 

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাজাহান মানিক, ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুল কাদের মন্ডল, কাউন্সিলর মো. রেজোয়ান মিয়া, নজরুল ইসলাম, সাংবাদিক সামছুল ইসলাম সামু প্রমুখ। 

উপজেলা নির্বাচন অফিসার শাহাজাহান মানিক জানান, ৬ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত ছবি নির্ধারিত পৌরসভা ও ৪টি ইউনিয়নের নির্ধারিত ভেন্যুতে ছবি তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি/ আরএইচ/