বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতিতে কৃষকের মাথায় হাত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২০ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতিতে কৃষকের মাথায় হাত
ছবি: জনবাণী

সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈরী আবহাওয়ায় ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে বলে জানা যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর প্রভাবে গত রবিবার রাত থেকে বৃষ্টি হচ্ছে, বইছে বাতাস। পাশাপাশি গ্রামে শীতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে  রাতে বাড়ছে ঠান্ডার পরিমান।


কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বৃষ্টি। বিশেষ করে একদিকে ধান গাছ  পড়ার আশঙ্কা, অন্যদিকে সবজির চারা নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে কৃষকরা। কলা চাষিরা  রয়েছে গাছ ভেঙ্গে পরার ভয়ে।উপজেলা কৃষি অফিস জানান, কৃষকদের এমন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে হবে।


উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান  জানান,শীতকালীন আগাম শাক,সবজির এরই মধ্যে এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা সবাই পরিস্থিতি সমানভাবে মোকাবেলা করতে পারছে না। যদিও  ধানের তেমন ক্ষতি হবে না, তবে আলুর বীজ ও অন্যান্য সবজির চারার ক্ষতি হবে বেশি।


পাহাড় অনন্ত পুর গ্রামের মো.নজরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি না থাকায় সেচ দিয়ে চাষাবাদ করছি, যা ধান পাব খরচই উঠবে না, তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ।’


স্থানীয় হরি পুর গ্রামের কৃষক আবু রায়হান বলেন,আমি দশ একর জমিতে কলা ও বার একর জমিতে পেঁপে লাগিয়েছি  এখন ভয়ে আছি  বাতাসে যদি ফেলে দেয়।


স্থানীয় সোহেল রানা জানান, আলুর জমিতে পানি জমায় আমার স্বপ্ন তলিয়ে গেছে। গত শনিবার মাত্র  আলুর বীজ লাগিয়েছি।কফির চারাও শেষ  মরিচের কি হবে আল্লাহই ভাল জানে।


 কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন বলেন, এখনো তেমন ক্ষয় ক্ষতি হয় নি, তবে বৈরি আবহাওয়া আরো কয়েকদিন থাকলে ক্ষয় ক্ষতি পরিমান বাড়বে, আমন ধান সহ সব্জী ফসলের অনেক ক্ষতি হবে,আগাম ধান কেটে সরিষা,আলু  লাগানো ব্যহত হবে।


আরএক্স/