শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দেশে
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি
পর্যন্ত বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার
(৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে
বলা হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের
শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
এর
আগে গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি
পর্যন্ত বন্ধ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
উল্লেখ্য,
দেশে করোনা সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
করে দেয় সরকার। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টম্বর খুলে দেওয়া হয় স্কুল-কলেজ।
পরে খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ও।
ওআ/