নতুন সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


নতুন সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য হাইকোর্ট থেকে এসেছে সুসংবাদ। অবসরের ছয় মাসের মধ্যেই তাদের অবসরকালীন সব সুবিধা দিতে হবে বলে রায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের দেওয়া ১৩ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া।


আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা শিগগিরই দূর হবে: শিক্ষা উপদেষ্টা


এর আগে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট একই নির্দেশ দিয়েছিল। রায়ে আদালত উল্লেখ করেন, অবসরভাতা পেতে গিয়ে শিক্ষকরা বছরের পর বছর হয়রানির শিকার হন, যা কোনোভাবেই কাম্য নয়। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামান্য বেতনে জীবন চালান, তাই অবসরভাতা দ্রুত পাওয়াটা তাদের মৌলিক অধিকার।


শিক্ষক-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন থেকে বিভিন্ন হারে অর্থ কেটে নেওয়া হলেও এর বিপরীতে বাড়তি সুবিধা দেওয়া হয়নি। এই বৈষম্যের প্রতিবাদে ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত রায়ে বলেন, বেতন থেকে অতিরিক্ত অর্থ কাটা হলে তার বিপরীতে বাড়তি সুবিধাও নিশ্চিত করতে হবে।


আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল প্রাথমিক শিক্ষকরা


ফলে রায়ের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন ভাতা পাওয়ার জটিলতা দূর হবে বলে আশাবাদী তারা।


এএস