শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা শিগগিরই দূর হবে: শিক্ষা উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫০ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা শিগগিরই দূর হবে: শিক্ষা উপদেষ্টা
ফাইল ছবি

দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অচলাবস্থা শিগগিরই দূর হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে, যা কারও কাম্য নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গভীরভাবে নজর রাখছে।


আরও পড়ুন: ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিল প্রাথমিক শিক্ষকরা


তিনি আরও বলেন, "আমরা মনে করি, আলোচনার মাধ্যমেই সংকট নিরসন সম্ভব। খুব শিগগিরই এর সমাধান হবে। মন্ত্রণালয়ও এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে।"


উপদেষ্টা জানান, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংঘটিত ঘটনাগুলোর কারণে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে, তবে সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথই গ্রহণ করবে।


এএস