দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েই চলেছে পঞ্চগড়ে। গত দুই দিনে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সন্ধ্যা নামতেই দুর্ভোগে পড়ছে জেলার সুঃস্থ ও নিম্ন আয়ের মানুষ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশ্মিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় বিকালে থেকে সকাল পর্যন্ত হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেবি/এসবি