বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
গাইবান্ধার পলাশবাড়িতে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৪ যাত্রির প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০) জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও অটোরিকশা চালক।
জানা গেছে, সকালে সিএনজি চালিত অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ি যাচ্ছিল। এ সময় ওই এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ৩ জন মারা যান। পরে হাসপাতলে নেওয়ার পথে চালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।
পলাশবাড়ি থাকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসি তদন্ত) দিবাকর অধিকারী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,'খবর পেয়ে ঘটনা স্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা ও অটোরিকশা চলকের নাম জানা যায়নি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বোলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।'
জেবি/এসবি