টঙ্গীতে কাগজের গুদাম পুড়ে ছাই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২
গাজীপুরের টঙ্গীতে কাগজের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (১৮ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরীর মাছিমপুর টঙ্গী থানা প্রেসক্লাব রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের আপদকালীন কর্মীরা প্রায় এক ঘন্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: ইকবাল হাসান বলেন, রবিবার রাতে ওই এলাকার এম আহমেদ এন্টারপ্রাইজ নামক একটি কাগজের গুদামে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গুদামের ভেতরে কাগজ ও পুরাতন কাটুন রয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।
গুদাম মালিক মহিউদ্দিন আহম্মেদ বলেন,আগুন লাগার দশ বা ২০ মিনিট আগে গুদাম বন্ধ করেছি। আমার গুদামে আগুন লেগেছে খবর পেয়ে উপস্থিত হলাম। ক্ষয়ক্ষতির কথা জান্তে চায়লে তিনি বলেন। পনেরো থেকে বিশ লাখ টাকা ক্ষতি হয়েছে।
আরএক্স/