রংপুরে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪২ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


রংপুরে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের
দুর্ঘটনা স্থল

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সংঘর্ঘে ৫ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। 


সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর উপজেলার লেংটিছেড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজাদুর রহমান, আজানুর রহমান ও হাবিবুল্লাহ। আহতদের নাম পরিচয় জানা যায়নি।


স্থানীয়রা জানান, একটি অ্যাম্বুলেন্স দিনাজপুরের দিক থেকে রংপুর যাচ্ছিল। তারাগঞ্জের লেংটিছেড়া ব্রিজ এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। আহত হয় আরও চারজন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন তারাগঞ্জ  হাইওয়ে থানার ওসি মাহবুব মোরশেদ। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪জন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের।


জেবি/এসবি