৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিল ৮ শিশু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিল ৮ শিশু
সাইকেল জেতা ৮জন শিশু

একমাত্র নামাজ ই পারে একজন মানুষকে পরিশুদ্ধ করতে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত, ধর্ম জ্ঞান , আদর্শবান হওয়া এবং ইসলামকে সঠিক ভাবে উপলব্ধি করার লক্ষ্যে কোমলমতি শিশু - কিশোরদের নামাজের প্রতি  আকৃষ্ট করতে পুরস্কার ঘোষণা করেন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া - নাকালিয়া ইউনিয়নের ভৈরবগঞ্জ তিনমাথা বাসস্ট্যান্ড মোড় বায়তুল নূর রাহমানীয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আহসান হাবীব । 


এ ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে এসে তাকবিরুল্লাহর সহিত পাঁচওয়াক্ত  নামাজ আদায় করে বাইসাইকেল সহ একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের কুইজ প্রাইজ জিতে নিল এ এলাকার ৮ জন কোমলমতি শিশু - কিশোর যাদের বয়স ১০-১৫ বছর ।  


মঙ্গলবার (২০ ডিসেম্বর)  বিকেল পাঁচটায় মসজিদ সংলগ্ন তিনমাথা মোড়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ, হামিদ সরকারের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ করা হয় । অত্র মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আহসান হাবিব বলেন  , ৩০ জন শিশু - কিশোর নিয়ে এ প্রতিযোগীতা শুরু হয়ছিল যার মধ্যে ৮ জন শিশু - কিশোর টানা ৪০ দিন মসজিদে এসে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এ পুরস্কার জিতে নিল। 


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  বেড়া মডেল থানার ওসি ( তদন্ত)  মো, সিদ্দিক হোসেন , বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হেলাল উদ্দিন , ডা, আব্দুল বাসেত খাঁন, বশির উদ্দিন মাষ্টার প্রমুখ।


আরএক্স/