পাবনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


পাবনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার
চোর চক্র

পাবনা ঈশ্বরদীতে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় আন্তজলো চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই স্বর্ণ অলংকারসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার  আকবর আলী মুনসী।


পুলিশ সুপার জানান, গত ২৯ নভেম্বর দিবাগত রাতে পাবনা জেলার ঈশ্বরদীর আওতাপাড়া বাজারে মল্লিকা জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে এক দুর্ধর্ষ চুরি হয়।  এ ঘটনায় ৩ ডিসেম্বর থানায় মামলার পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় টানা তিনদিন অভিযান চালিয়ে রাজশাহী, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চোরাইকৃত ৬ ভরি সোনা, ৫০ ভরি রুপা, স্বর্ণ বিক্রির ৭ লাখ ৯০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্চাম উদ্ধার করা হয়।


তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।