রসিক নির্বাচন

জামানত হারালেন নৌকার প্রার্থী ডালিয়া


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২২


জামানত হারালেন নৌকার প্রার্থী ডালিয়া
জামানত হারালেন নৌকার প্রার্থী ডালিয়া

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। 


এদিকে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী (নৌকা প্রতীক) হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরো ছয় প্রার্থী জামানত হারিয়েছেন।


বুধবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।


তিনি বলেন, নির্বাচনে জামানত টিকিয়ে রাখতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হয়। রসিক নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ৯৩৬। সে হিসাবে তাদের অন্তত পেতে হতো ৩৪ হাজার ৩৯২ ভোট।


নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।