বিএসএফর গুলিতে প্রাণ গেল ২ বাংলাদেশির
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৬ পিএম, ২৯শে ডিসেম্বর ২০২২

লালমনিরহাট জেলার হাতীবন্ধার সীমান্তে ভারতীয় বাহিনীর (বিএসএফ) গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিকুর সাদিক (২২) ও ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন (৪৫)।
স্থানীয়রা জানান, দুই বাংলাদেশি দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। এরপর নিহত দুই বাংলাদেশির লাশ তাদের সহযোগীরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।
এ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিইয়নের বড়খাতা ক্যাম্পের কন্ট্রোল রুম কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
তবে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা জামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত দুইজনের মরদেহ আদের নিজ বাড়িতে রয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, স্থানীয়দের কাছে বিষয়টি শুনে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
জেবি/এসবি