পলাশবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৬ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২২


পলাশবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রাথমিক বৃত্তি পরীক্ষা

গাইবান্ধার জেলার পলাশবাড়ীতে ৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১২ টা পর্যন্ত। বাংলা,ইংরেজী,গনিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত থাকায় ৯০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম,উপজেলা নিবার্হী অফিসার কামরুজ্জামান নয়ন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন।


ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন,কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র সরকার। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান,বৃত্তি পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।


আরএক্স/