কোটালীপাড়ায় গৃহবধূর আত্মহত্যা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২৮ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩
গোপালগঞ্জের কোটালীপাড়ার রাবেয়া (২০) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রাবেয়া কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ইউনুস আলী শেখের মেয়ে।
জানা যায়, ৭ মাস আগে মা-বাবা ব্যাপক আয়োজন করে রাবেয়াকে বিবাহ দেন পার্শ্ববর্তী মধ্য মাঝবাড়ী গ্রামের হারুন দাড়িয়ার ছেলে সাদ্দাম দাড়িয়া (২৭) এর সাথে। সাদ্দাম বর্তমানে সাভার সেনা নিবাসে সেনা সদস্য হিসেবে কর্মরত আছেন। বিয়ের সময় শ্বশুর বাড়ী থেকে স্বার্ণালঙ্কার ও ফার্নিচার সহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয় মেয়ের জামাইকে। কিন্তু তাতে চাহিদা মেটেনি স্বামী শাশুড়ী দেবরদের বলে দাবি নিহতের পরিবারের। আরো যৌতুক ও দেবর হাকিম দাড়িয়ার চাকুরি এবং একটি নলকুপের জন্য শ্বশুর বাড়ীর লোকজন প্রায়শই চাপ দিতে থাকে নববধূকে বলে দাবি করেন নিহতের পরিবার। এ নিয়ে স্বামীর পরিবারে কথায় কথায় শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার হতেন রাবেয়া।
অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে সোমবার (২ জানুয়ারি) বিকালে স্বামীর সাথে মোবাইলে কথা শেষ করে বাবার বাড়িতে গলায় ফাঁস দেয় রাবেয়া।
স্বজনেরা তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমির আলী শেখ, মান্নান শেখ, দেলোয়ার হোসেন, আনিসসহ একাধিক এলাকাবাসী এই প্রতিবেদককে জানান, শ্বশুরবাড়ীর লোকজন কারনে অকারনে নির্যাতন চালাত রাবেয়ার ওপর।
নিহতের পিতা ইউনুস আলী শেখ ভাই মেহেদী হাসান বলেন, বিয়ের সময় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪ লক্ষ, ৫০ হাজার টাকার ফার্নিচার সহ বিভিন্ন উপহার দিয়েছি, বিয়ের পর থেকে আরো যৌতুক, দেবরের চাকুরি ও নলকুপের জন্য চাপ দিয়ে আসছে রাবেয়াকে, সাদ্দাম বলে আমার মায়ের কথামতো না চললে তোমাকে ডিভোর্স দেব, স্বামী শাশুড়ির মানুষিক নির্যাতনের কারনেই রাবেয়া আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে নিহতের স্বামী সাদ্দাম দাড়িয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যৌতুক, চাকুরির জন্য চাপ মানুষিক নির্যাতন এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।