আমরা চাই শিশুরা দৌড়ে স্কুল যাক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৩


আমরা চাই শিশুরা দৌড়ে স্কুল যাক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আমরা চাই শিশুরা দৌড়ে স্কুল যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।


শুক্রবার (১৩ জানুয়ারি) মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক রেজি: প্রাথমিক বিদ্যালয় ঐতিহাসিক জাতীয় করণের ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে কৃতজ্ঞতা ও আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন আমরা দেখেছি শিশুরা আগে হেঁটে হেঁটে স্কুল যেত এবং দৌড়ে স্কুল থেকে ফিরতো। 


কিন্তু আমার চাই শিশুরা দৌড়ে স্কুল এ যাবে আর হেঁটে হেঁটে স্কুল থেকে ফিরবে। তিনি আরও বলেন এজন্য আমাদের সবসময় ভালো কিছু করার চেষ্টা করতে হবে। কারণ ভালোর ফল ভালোই হয়। আমাদের শিশুদের সাথে নরমশীল হতে হবে, তাদের ভালোবেসে যত্নসহকারে তাদের লেখা পড়া প্রতি মনোযোগী গড়ে তুলতে হবে, তাহলেই আগামী প্রজন্ম উজ্জল নক্ষত্র তৈরি হবে। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোঃ রাফিউল আলম পুলিশ সুপার মেহেরপুর। জনাব ভূপেষ রঞ্জন রায় , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মেহেরপুর সভাপতি মোঃ কমর উদ্দিন, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখা ।


আরএক্স/