ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৩


ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের
নিহত দুই ভাই

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে র্কাতর্কির পর দুর্বৃত্তদে ছুরিকাঘাতে ২ ভাইয়ের প্রাণহানি হয়েছেন। 


সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমকি বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।


তারা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।


জানা গেছে, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে তর্কা-তর্কি হয়। তারপর সবাই যার যার মতো চলে যায়। কিন্তু হঠাৎ অতর্কিত অবস্থায় জয়নাল, মুফিজ ও মিজানরা সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। হামলাকারীদের ধরতে পুরো লারপাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ।


জেবি/এসবি