ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৬ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাচীনকালের একটি শিলালিপি উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ থানায় হেফাজতে নিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের কবরস্থানের মাটি ভেকু দ্বারা সমান করতে গিয়ে ভেকু চালক শিলালিপিটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলামকে অবগত করে। পরে তিনি ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে রেভা: মিল্টন মল্লিক জন বলেন, এলাকা বাসীর সঙ্গে আলোচনা করে জানা যায় বহু বছর আগে এখানে জমিদারদের বাস ছিল। ধারনা করা হয় এটি কোন জমিদারের বা মহারাজাদের কবরের শিলালিপি। ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমতি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।