ভুরুঙ্গামারীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:২২ পিএম, ৬ই ফেব্রুয়ারি ২০২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৮ বতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রবিবার বিকালের দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভীত্তিতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতোলি দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৮ বতল ফেনসিডিল সহ সেই মাদক ব্যবসায়ী কে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত যুবক হলো ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ লিটন মিয়া (৩৫) সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক লিটন মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরএক্স/