ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের গরু বিতরণের উদ্বোধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে ৪টি ইউনিয়নের ৫৩টি অতি দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে বকনা গরু বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে এসব বকনা গরু বিতরণের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিপ্লব কুমার দে, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, দিনাজপুর এরিয়া কো-অডিনেশন অফিসের ফিল্ড টেকনিক্যাল কো অর্ডিনেটর কাজল দে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার মারিও মার্ডী, জেমস্ তপন মন্ডল, মোঃ হারুনুর রশিদ, ষ্টেলা সরেন, স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার রায়মন্ড হাঁসদা, সিস্টেম সাপোর্ট অফিসার এলভিনা হাঁসদা, ফাইন্যান্স অফিসার অভিজিৎ ঘোষ।
আরএক্স/