জলঢাকায় নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৯ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩

নীলফামারী জলঢাকায় নির্ধারিত সময়ের আগে একটি স্কুলে ছুটি দিয়েছে। এ সময় ছয় জন শিক্ষকের মধ্যে চার জনই অনুপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাঠালী ইউনিয়নের ভোগামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে লক্ষ্য করা গেছে দুপুর দুইটার সময় স্কুলে কোনো শিক্ষার্থী নেই। ছয় জন শিক্ষকের মধ্যে দুই জন শিক্ষক বসে খোশ গল্প করছে।
ছাত্রছাত্রী না থাকার বিষয়ে জানতে চাইলে সহকারি শিক্ষক সুচিত্রা রানি বলেন, আজকে স্মার্ট কার্ড দিবে তাই কেউ নেই। আর হেড স্যার মিটিংয়ে গেছে।
সহকারি শিক্ষক কবির হোসেন জানায়, আজকে ছাত্রছাত্রী অনেক কম এসেছিল। আমাকে হেড স্যার বসিয়ে রেখে গেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনেক অভিভাবক জানান, এই স্কুলে ভালো করে লেখাপড়া হয় না। হেড মাস্টার ঠিকমতো স্কুলে থাকে না। বাকি শিক্ষকরাও ক্লাসে ফাঁকি দেয়।
মোবাইল ফোনে প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, আমি সবাইকে স্কুলে রেখে মিটিংয়ে এসেছি। হয়তো সবাই স্মার্ট কার্ড আনতে গেছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোশফেকুর রহমান জানান, স্কুল চলাকালীন সময় কোথায় যাওয়ার নিয়ম নেই। আমি এ বিষয়ে ব্যাবস্থা গ্রহণ করবো।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করবো: নুসরাত সুলতানা

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর
