ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ফেল করায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৮ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আফরিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই ছাত্রী। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি এবার ডি.কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্জুর হক বলেন, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিলনা৷ সে রেজাল্ট শোনার পর বাসায় এসে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করছে। তাকে নামানোর পর সে মারা যায়।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ
