বিরামপুরে ৯২ হাজার পিস ইয়াবাসহ আটক-৩
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:২৩ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুর বিরামপুরে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা মেয়েসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা । যার আনুমানিক মুল্য ১ কোটি টাকা।
বুধবার (৮ ফেব্রুয়ারী) দিনাজপুরের বিরামপুর উপজেলার প্রস্তমপুর ফকিরপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত আসামিরা হলেন , বিরামপুর প্রস্তমপুর ফকিরপাড়া গ্রামের, সিদ্দিক আলী শাহ, তার মেয়ে সেলিনা আক্তার রুপালি ও মোশাররফ হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন।
বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ অঞ্চল থেকে মাদকদ্রব্যগুলি নৌপথে প্রথমে ভারতে, সেখান থেকে কৌশলে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে সেগুলি অবৈধ্য পথে বাংলাদেশে নিয়ে আসতেন। তারপর মাদকদ্রবগুলি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন।
ইয়াবার একটি বড় চালান বিরামপুর ফকিরপাড়া এলাকার শাহনাজ পারভীনের বাড়িতে তারা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের আজ ভোরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তিন জনসহ ৯২ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ

ঠাকুরগাঁওয়ে কবরের ওপর হাত পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

এবার দহগ্রাম সীমান্তে মাটি খনন কাজ বন্ধ করলেন বিএসএফ
