ফুলবাড়িয়ার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৮ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৩
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন কমিটির উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারী) বিকালে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই সভা হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৃথকভাবে বিভিন্ন ইউনিয়নের সমাবেশে যোগ দেন। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, আছিম, এনায়েতপুর,নাওগাঁও , পুটিজানা, কুশমাইল ও দেওখোলা ইউনিয়নের সমাবেশে বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফুলবাড়িয়া ইউনিয়নের উত্তর জোরবাড়িয়া, বালিয়ান ইউনিয়নের দশমাইল বাজার ও দেওখোলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সমাবেশে যোগদান করে বক্তব্য রাখেন। আছিম বাজারে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবলু,আওয়ামীলীগ নেতা সাইদুর ইসলাম,রই শামস সোহেল মাষ্টার,সাইফুল আলম কাজল,ছাত্রলীগের সভাপতি লুৎফুর রহমান সােহেব,যুবলীগের মফিজ উদ্দিন প্রমুখ।
এছাড়া ভবানীপুরের কান্দানিয়া বাজার, রাঙ্গামাটিয়ার বাবুগঞ্জ বাজারসহ বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/