বিরামপুরে জুয়া খেলার দায়ে আটক ৪
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৯ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩
দিনাজপুর বিরামপুরে জুয়া খেলার আপরাধে চার জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১ টার দিকে বিরামপুর পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে একরামুল হকের পরিত্যক্ত বসতবাড়ির ঘরের ভিতর থেকে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, রাজু আহমেদ (৩২), সোহাগ বাবু (৩২), মারুফ হোসেন (৩৮) ও আতাউর রহমান (৫০),।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, এবং আসামিদের কে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।