গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫১ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩
পঞ্চগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাসুম প্রধান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাসুম প্রধানসহ চারজনকে আসামি করে র্ধষণ মামলাটি করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগে মঙ্গলবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করায় তার পরিবারের সদস্যরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক এবং সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ইমরান ওই গৃহবধূকে হাসপাতালে দেখতে যান।
ধর্ষণের শিকার গৃহবধূ অভিযোগ করে বলেন, বাড়িতে একা পেয়ে স্থানীয় মাসুম প্রধান, আব্দুস সালাম, মো. চকমল, চকমলের ছেলে জাহাঙ্গীর তাকে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। তবে পালানোর সময় মাসুম প্রধান আহত হলে একই হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মাসুদ প্রধানসহ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।