সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪৯ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩


সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড
সৈয়দপুরে রেলওয়ে কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। 


ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।


সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে ৬টি পরিবারের  ১৬ ঘর ও তার সঙ্গে দুটি গোডাউন আগুন ধরে পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৬ থেকে ১৮ লাখ টাকা।