পঞ্চগড়ে বিএনপির ১৬ নেতাকর্মী হাজতে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:২১ এএম, ২১শে ফেব্রুয়ারি ২০২৩

পঞ্চগড়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (২০ফেব্রয়ারি) বিকেলে জামিন শুনানি শেষে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার।
আটককৃতরা হলেন, মো. শাওন, তৌফিক, জাকির হোসেন, মোজাহার আলী, কুয়েত, সুহেল, দুলাল, পারভেজ, জুয়েল, সাবিরুল ইসলাম সরি, সুহেলা রানা, জুয়েল রানা এ. আর পলাশ, নুরজামাল, হিটলার, মিলন।
জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা ৫ টি মামলায় ৩ জানুয়ারি ৫৯ জন হাইকোর্টে ৬ সপ্তাহের জামিনে ছিল। সোমবার পঞ্চগড় জজ আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১৬ জনকে হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি জানান, আসামিরা হাইকোর্টের জামিন শেষে পঞ্চগড় জজ আদালতে জামিন আবেদন করলে, আদালত জামিন নামঞ্জুর করে ১৬ জন আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আমরা আসামিদের আবারও জামিনের আবেদন করব নির্দিষ্ট আদালতে।