তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামে এক ঔষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত উজ্জল রাজশাহী চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ঔষুধ কোম্পানি রেনেটার স্থানীয় বিক্রয় প্রতিনিধি পদে চাকুরি করায় তেতুলিয়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোম্পানির মিটিংয়ে যোগ দিতে তিনি তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে দিনাজপুরে যাচ্ছিলেন। মাগুড়মারি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে থাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনার পরেই পালিয়ে যায়। সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সুইপার শুন্য থাকায় কুড়িগ্রামের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল যেন নিজেই রোগী

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

কুড়িগ্রামে চাঁদার টাকা না পেয়ে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ
