বিরামপুরে নারী মাদক ব্যবসায়ী আটক-১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩
দিনাজপুর বিরামপুরে মাদকসহ পিয়ারা নামে এক নারীকে আটক করেছে বিরামপুর পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের দিক নির্দেশনায় সহকারী উপ পুলিশ পরিদর্শক আব্দুল ওহাব, উপ পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তুহিন বাবু বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি ঘরের খাটের নিচে থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ পিয়ারাকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদকব্যবসায়ী, বিরামপুর উপজেলাধীন কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্র পুর (খুলুপাড়া) গ্রামের মনছের আলীর স্ত্রী পিয়ারা (৪৫),।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা হয়েছে। আটককৃত আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে।
আরএক্স/