ঘোড়াঘাটে ৪ দোকান ভস্মীভূত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ৩রা মার্চ ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে।
বুধবার (১ মাঈচ) ১১ টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে কালীমন্দির মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে মোবাইল মেরামতের দোকান, হার্ডওয়্যারের দোকান, মাছের খাবারের দোকানসহ একটি মোটর সাইকেল মেরামতের দোকান ভষ্মীভূত হয়। দোকান মালিকেরা বলেন, এ অগ্নিকান্ডে তাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা রাত ১১টার দিকে কালীমন্দির মার্কেটে আগুন জ্বলতে দেখে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জিয়াউর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ধারনা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।