৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৫ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই!

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ১ হাজার ৯৩৪ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে।

রোববার এইচএসসির ফল প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউটে ফল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। 

২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজারের বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

৯টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৯৫ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। শুধু এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। 

আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর আলিমে ৯৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর এ পরীক্ষায় ৯২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। 

এসএ/