নীলফামারীতে ট্রাক্টর উল্টে শিশুর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
পানি বাহী ট্রাক্টর উল্টে পথচারী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর হাট বাজারে নামক এলাকায়।
শুক্রবার (৩১ মার্চ) সকালে পানি বাহী ট্যাং বোঝাই ট্রাক্টর টি নীলফামারীর উদ্দেশ্য আসছিলো হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পথে থাকা আল আমিন নামের ৪ বছরের শিশুর উপরে, চাপা পড়ে সেখানেই শিশুটির মৃত্যু হয়।
শিশুটি কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন ডাঙ্গা পাড়া এলাকার মোকাদ্দেসুর রহমানের ছেলে।
এই বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকতারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরএক্স/