হাসপাতালে নবজাতক রেখে মা উধাও


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাসপাতালে নবজাতক রেখে মা উধাও

হাসপাতালে নবজাতক রেখে উধাও হয়ে গেলেন মা। খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর সঙ্গে থাকা দুই নারীকেও। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। শিশুটির পরিচয় জানতে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন স্ট্যাটাস। তবে এখন পর্যন্ত পাওয়া যায়নি শিশুটির বাবা-মায়ের খোঁজ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সটির আবাসিক চিকিৎসক সৈয়দ রিদুয়ানুল হক সত্যতা স্বীকার করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে নবজাতককে একা পড়ে থাকতে দেখে তিনিই জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদকে। পরে ইউএনও শিশুটিকে নিজ কার্যালয়ে নিয়ে যান এবং কোলে নবজাতককে নিয়ে ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি শিশুটির পরিচয় জানানোর অনুরোধ জানান।

আনোয়ারা উপজেলার ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান, বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বিলকিস আক্তার পরিচয়ে রোববার রাত আনুমানিক ১০টায় প্রসববেদনা নিয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় তাঁর সঙ্গে আরও দুই নারী ছিলেন। ঘণ্টা দুয়েক পরে ওই নারী একটি কন্যা সন্তান প্রসব করেন। পরদিন সোমবার সকালে রোগীকে ছাড়পত্র দেওয়ার জন্য হাসপাতালের লোকজন রোগীর শয্যায় একাকী শুধু নবজাতকটি দেখতে পান।

পরে সৈয়দ রিদুয়ানুল হক ইউএনও শেখ জোবায়ে আহমেদকে জানালে নবজাতকটি নিজের কার্যালয়ে এনে কোলে নিয়ে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘বাচ্চাটার পরিচয় আমরা এখনও পর্যন্ত পাইনি। আমাদের এই সংক্রান্তে একটি কমিটি রয়েছে। মঙ্গলবার কমিটির বৈঠক করে সেই কমিটির সিদ্ধান্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

এসএ/