বিএসআরএম’র বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দেশের অন্যতম রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম’র বিরুদ্ধে পরিবেশ দূষিত করে রড উৎপাদনের অভিযোগ উঠেছে। গত ৮ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরে নগরীর নাসিরাবাদ শিল্প এলাকার বিএসআরএম কারখানায় ‘বায়ু শোধনযন্ত্র” অকার্যকর রেখে পরিবেশ দূষণের অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু।
শুধু তা নয়, কাউন্সিলর বাবু গত শনিবার (১২ ফেব্রুয়ারি) বিএসআরএম কারখানার ওই চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়ার একটি ভিডিও তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেন।
অভিযোগে কাউন্সিলর বলেন, ঘনবসতিপূর্ণ এলাকা নাসিরাবাদে গড়ে উঠা বিএসআরএম কারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে জনজীবন। কারখানার আশপাশে ঘনবসতিপূর্ণ শেরশাহ, বাংলাবাজার, চন্দ্রনগরের লাখ লাখ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ পোশাক কারখানার কর্মীরা এই কালো ধোঁয়ায় অতিষ্ট। দীর্ঘদিন ধরে বিএসআরএম কারখানা থেকে নির্গত এই কালো ধোঁয়া পুরো বয়েজিদ এলাকার পরিবেশের ক্ষতি করে আসলেও আইনগত ব্যবস্থা না নিয়ে মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে দায় সারছে পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মফিদুল আলম জানান, অপরিশোধিত বায়ুনির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় নাসিরাবাদ শিল্প এলাকার বেশ কিছু রড উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ইতোমধ্যে জরিমানা করা হয়েছে। তবে বিএসআরএম’র বিরুদ্ধে কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর আনা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, সম্প্রতি নাসিরাবাদ শিল্প এলাকায় বিএসআরএমসহ বেশকিছু স্টিল মিলের চারপাশ থেকে বায়ুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে পরিবেশ অধিদপ্তর। পরীক্ষায় বায়ুতে ক্ষতিকর পদার্থ এসপিএম (সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার) গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। সাধারণত এসপিএম প্রতি ঘনফুট মিটার ২০০ মাইক্রোগ্রাম থাকার কথা থাকলেও কারখানাগুলোয় নমুনা পরীক্ষায় সেটি পাওয়া গেছে সর্বোচ্চ ৭৬২ মাইক্রোগ্রাম থেকে সর্বনিম্ন ৩৪১ মাইক্রোগ্রাম।
কারখানা থেকে কালো ধোঁয়া বের হয় না দাবি করে বিএসআরএম’র উপ ব্যবস্থাপনা পরিচালক তপন সেন গুপ্ত বলেন, আমাদের কারখানা থেকে অপরিশোধিত বায়ুনির্গমন হয় না। আমাদের কারখানার এপিসি শতভাগ কার্যকর। কাউন্সিলর সাহেব কেন পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছেন তা তিনিই ভালো বলতে পারবেন।
কারখানা থেকে কালো ধোঁয়া ছড়ানোর একটি ভিডিও কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু তার ফেসবুকে আপলোড করেছেন জানালে তিনি প্রতিবেদককে বলেন, ফেসবুক আমি দেখিনা। তবে শুনেছি।
এসএ/