নার্সিং কলেজ হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লালমনিরহাট নার্সিং কলেজের আবাসিক ভবন থেকে আল আমিন আবির(১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রতিষ্ঠানটির আবাসিক কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন আবির টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শহর গোপালপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে বলে জনাগেছে। তিনি লালমনিরহাট নার্সিং কলেজের বিএসসি নার্সিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও সহপাঠিরা জানান, প্রেম ঘটিত কারনে কয়েক দিন ধরে বিমর্ষ ছিলেন আবাসিক ছাত্র আল আমিন আবির। মঙ্গলবার দুপুরে আবাসিক হলের সকল সহপাঠি খাবারের জন্য ডাইনিংয়ে গেলে রুমে একা থাকেন আবির। সহপাঠি ও রুম মেটরা খাবার শেষে ফিরে এসে তার রুমের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হলে শিক্ষকদের ডেকে নেন। এরপর রুমের দরজা ভেঙে গলায় রশি পেঁচানো আবিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। কলেজ কর্তৃপক্ষের খবরে লালমনিরহাট সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগম বলেন, মৃত আবিরের পরিবারকে খবর দেয়া হয়েছে। এর বাহিরে তিনি কোন মন্তব্য করেননি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
এসএ/