কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঔষধ ব্যবসায়ীর মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৬) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) কেন্দুয়া বই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল মিয়া স্থানীয় বাজারের ঔষধ ব্যবসায়ী এবং উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের মুদি দোকানদার আবু সিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানায়, ঔষধ ব্যবসায়ী খিদিরপুর গ্রামের সোহেল মিয়া নিজ ঘর থেকে পুকুরে পানি ভর্তির জন্য বৈদ্যুতিক মর্টারে লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম খিদিরপুর গ্রামের সোহেল মিয়া বিদ্যুৎপৃষ্টে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন।
কেন্দুয়া থানার পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বিদ্যুৎপৃষ্টে সোহেল মিয়ার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।