দিনাজপুরে কম্বাইড হারভেস্টার মালিক সমিতির মতবিনিময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ এএম, ২৬শে এপ্রিল ২০২৩

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা বলেছেন, কৃষি ও কৃষকদের বাঁচাতে আমাদের কৃষিবান্ধব সরকার খুবই আন্তরিক। কম্বাইড হারভেস্টার ৫১২ জন মালিককে বাঁচাতে পারলে এই জেলায় কৃষি বিপ্লব ঘটতে পারে। হারভেস্টার মালিকদের প্রাণের দাবি অন্য কোন জেলা হতে কম্বাইড হারভেস্টার মালিক দালালের মাধ্যমে ফসল কাটতে না পারে তার জন্য জেলা প্রশাসক-কৃষি দপ্তর এবং কম্বাইড হারভেস্টার মালিকদের সমন্বয় করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর জেলা কম্বাইড হারভেস্টার মালিক সমিতির আয়োজনে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিনাজপুর জেলা কম্বাইড হারভেস্টার মালিক সমিতির সদস্য মো. বকুল আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান জুয়েল, দিনাজপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংগঠনের সদস্য মো. রহমত উল্লাহ রহমত।
মালিক সমিতির সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. শহিদুল্লাহ, মো. রাব্বি, মো. মাসুদ চৌধুরী, মনিরুজ্জামান মনির।
তারা বলেন, আমরা লক্ষ লক্ষ টাকা খাটিয়ে গাড়িগুলো দিনাজপুরের কৃষকদের উন্নয়নে এনেছি। অথচ বাহিরের গাড়িগুলো এসে তাদের মেশিন দিয়ে ফসল কাটছে। এতে আমরা ক্ষতির সম্মুখিন হচ্ছি এবং কিস্তির টাকা পরিশোধ করতে পারছি না। ফলে সরকারের যান্ত্রিক প্রকল্প বাস্তবায়নে বিশাল হুমকি দেখা দিয়েছে। এব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মমিনুল ইসলাম মুনেম।