লাশের পাশে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল ছিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নরসিংদী জেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে এক দূর্ঘটনায় অজ্ঞাত নামা (৩০) এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) বিকালে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা ইউনিযনের ভাটপাডা গ্রামের চাকশাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মোটরসাইকেল চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহাদাত বলেন, মঙ্গলবার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের চাকশাল এলাকার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের উপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় মরদেহের পাশে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, কোন যানবাহন মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা কেউ বলতে পারছে না। তবে ভারী কোন যানবাহনের ধারাই এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় যুবকের ডান পা থেঁতলে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/