পড়তে চাওয়াতে মানসিক যন্ত্রণা, চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেত গ্রামে নিজ ঘর থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর আগে চিরকুট লিখে গেছেন। সেখানে সে মৃত্যুর কারণও জানিয়ে গেছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই দিনি সন্ধ্যায় ওই গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই চিরকুটটি উদ্ধার করে পুলিশ। নিহত প্রাপ্তি একই গ্রামের গানেন্দ্র ঢালীর মেয়ে।
ওই চিরকুটে লেখা রয়েছে, ‘শ্বশুরবাড়ির লোকজন কেউ তাকে ভালোবাসতো না, শুধু পড়াশোনা করতে চাই বলে শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে যন্ত্রণা দিত। তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিই।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহত প্রাপ্তি ঢালী তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা এ ঘটনা দেখে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে নিহত কিশোরীর হাত থেকে একটি চিরকুট উদ্ধার করে।
এ বিষয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিষয় নিয়েই আত্মহত্যা করেছেন কিশোরী।
এসএ/