ঘোড়াঘাটে মে দিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকাল ১১ টায় ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে রানীগঞ্জ বাজারে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সংগঠনের কার্যালয়ে সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বুলু ও আওয়ামীলীগ নেতা শের আলীসহ অনেকে।
আলোচনা শেষে উপস্থিত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৭ শতাধিক সদস্যের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
আরএক্স/