ত্রিশালে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, শিশু নিহত আহত ৪০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ত্রিশালে ভয়াবহ সড়ক দূর্ঘটনা, শিশু নিহত আহত ৪০

ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চল্লিশ জন। এদের মধ্যে আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়, বুধবার দুপুর ১২ টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বালু বোঝাই ট্রাকটি চাকা পাঞ্চার হয়ে দুইদিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে সড়কে। দাড়ানো ট্রাকে হঠাৎ বাসটি সজোরে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত শিশুটি হলেন ৫ মাস বয়সী সিন্নাতুন তার বাড়ী ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে।

ত্রিশাল থানার তদন্ত (ওসি) আবু বকর সিদ্দিক জনবাণীকে জানান, দুপুর ১২ টার দিকে মহাসড়কের কাজীর শিমলা এলাকায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মক্কা-মদিনা পরিবহন (ঢাকা মেট্রো-ঘ-১৪-৯৯২১) যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা বালু বোঝাই বিকল (ঢাকা মেট্রো-ট-১৫-১৫৫৩) ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কেউ নিহত হয়নি। আর হাসপাতালে নেওয়ার পর ১ শিশু মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে প্রায় আধ ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএ/