পরীক্ষা শেষে বাবার লাশ দাফন করলো সাজু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:১১ এএম, ১১ই মে ২০২৩


পরীক্ষা শেষে বাবার লাশ দাফন করলো সাজু
সাজু মিয়া। ছবি: সংগৃহীত

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে সাজু মিয়া। পরীক্ষা শেষে বাবার লাশ দাফনে অংশ নেয় সে।


মঙ্গলবার (৯ মে) নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেরি বাংলারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ওই পরীক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও স্কুলের শিক্ষকরা সহযোগিতা করে।


এলাকাবাসী জানান, পরীক্ষার দিন সকালে সাজুর অসুস্থ বাবা গোলাম রব্বানী (৬৩) মারা যান। এতে মনোবল ভেঙে পড়ে পরীক্ষার্থী সাজু মিয়ার।


খবর পেয়ে উপজেলা নিবাহী কর্মকর্তার প্রতিনিধি ও স্কুলের শিক্ষকরা সাজুর বাড়িতে ছুটে যায়। এরপর তারা সাজুকে বুঝিয়ে পরীক্ষা হলে নিয়ে আসেন। পড়ে সাজু গণিত পরীক্ষায় অংশ নেয়। 


পরীক্ষা শেষে সাজুকে বাড়ি নিয়ে যাওয়া হলে দুপুর আড়াইটার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাজুর বাবাকে দাফন করা হয়।