পঞ্চগড়ে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকাদের স্মারকলিপি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১২ই মে ২০২৩


পঞ্চগড়ে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকাদের স্মারকলিপি
ছবি: জনবাণী

পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারদের স্মারকলিপি দেয়া হয়েছে।


বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। 


এ সময় সদর উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো. মোশারফ হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিকসহ কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতি বছর ২৪ লাখ ১৪ হাজার ২শ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে। 


প্রকল্পের সুবিধাভোগি সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত জননন্দিত ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এই প্রকল্পটি জাতীয় স্বার্থে রাজস্ব খাতে স্থানান্তর করা প্রয়োজন।