শপথগ্রহন শেষে সম্মেলন কক্ষ থেকে বের হয়েই গ্রেপ্তার চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠিত হলেও গ্রেফতার এড়াতে সেদিন শপথ নিতে আসেনি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সরকার মো. সাফায়েত উল্লাহ। অবশেষে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে গোপনে শপথ নিলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাফায়েত।
কিন্তু শপথ নিয়ে বের হওয়ার পরই ওঁত পেতে থাকা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। কিশোরগঞ্জ ডিবির ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শপথগ্রহন শেষে সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল সরকার সাফায়েত উল্লাহকে গ্রেফতার করেন। তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন সরকার মো. সাফায়েত উল্লাহ। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যেই নির্বাচন করেন তিনি।
এসএ/