ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহব্যবসা, খদ্দেরসহ আটক ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহব্যবসা, খদ্দেরসহ আটক ২

ভোলায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসা করার অভিযোগে অভিযান চালিয়ে মো. তুহিন নামে এক খদ্দের ও এক যৌনকর্মীকে আটক করেছে ভোলা থানা পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ভোলা পৌর ৮ নং ওয়ার্ড হাজী মমতাজ উদ্দিন সড়ক রেহানা মঞ্জিল ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়। ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আটককৃত যৌনকর্মী দীর্ঘ কয়েক মাস যাবত বরিশাল, পটুয়াখালী, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে উঠতি বয়সী তরুণীদের নিয়ে ওই বাসায় যৌন ব্যবসা চালাতেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেই ভাড়া বাসায় অভিযান চালিয়ে এক খদ্দের ও যৌন ব্যবসার মূলহোতাকে আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদেরকে আটক করতে সক্ষম হই। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এসএ/