ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহ ৭৮০ কৃষক নির্বাচন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩


ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহ ৭৮০ কৃষক নির্বাচন
ঘোড়াঘাটে বোরো ধান সংগ্রহ লটারীতে ৭৮০ জন কৃষক নির্বাচন। ছবি: জনবাণী

দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের জন্য লটারীতে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৮০জন কৃষক নির্বাচন করা হয়েছে। সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ১ মে.টন করে স্থানীয় খাদ্য গুদামে ধান দিতে পারবে লটারীতে নির্বাচিত বোরো চাষিরা।


সোমবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, অতিরিক্তি দায়িত্ব থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, ওসি এলএসডি মো. রেজবানুল হক ও আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ও ছদের আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কৃষক প্রতিনিধি শহিদুল ইসলাম আকাশ প্রমুখ। 


এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ও বোরো চাষী সহ অনেকে উপস্থিত ছিলেন।