গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে মানসুরা আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ননদের জামাই এমাদুলের বিরুদ্ধে। এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার শত শত নারী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝর্ণা বেগম, পরভীন বেগম, রাহিমা বেগম ও নিহতের ভাই বেলাল হোসেন। 

তারা বলেন, সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মেয়ে মানসুরার বিয়ে হয়েছিলো পার্শ্ববর্তী আমখোলা ইউনিয়নে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ননদের জামাই এমাদুল ইসলাম তাকে ধর্ষণের পর হত্যা করে। পরে স্থানীয় চৌকিদারের সহয়তায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই গলাচিপা থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। 

মানসুরা হত্যার বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ প্রদর্শন করেন নারীরা।

নিহতের ভাই বেলাল জানান, মানসুরার ননদের জামাই এমাদুল দীর্ঘদিন ধরে তার বোনের ইজ্জত লুটের পরিকল্পনা করে আসছিলো। এর আগেও একবার সে তার বোনকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে শালিস বৈঠকও হয়। তখন বৌকে তালাক দেয়ার হুমকি দিলে এমাদুলকে কোন শাস্তি দেয়নি পরিবার।

ঘটনার দিন এমাদুল বাড়িতে তার বোনকে একা পেয়ে ধর্ষণ করে হত্যার পর আত্মহত্যার নাটক সাজায়, বলেন বেলাল।

অভিযুক্ত এমাদুল মোবাইল ফোনে জানান, তিনি নির্দোষ। শাশুড়ীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গলাচিপা থানায় এ বিষয় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রির্পোট পাওয়া সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/