ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন। ছবি: জনবাণী

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


রবিবার (২১ মে) সকাল ১০টায় সিংড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষণা করেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউপি সচিব আহসানুল হক সরকার।


এ বাজেট রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ২ কোটি ৯ লক্ষ ৫ হাজার ৪১২ টাকা ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে ৯২ হাজার ৫ শত টাকা দেখানো হয়েছে।


বাজেট ঘোষণাকালে ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল হক, মনজুর রহমান, আজাদুল ইসাম, সোনা মিয়া, মুর্শিদা বেগম সহ গনমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।


জেবি/ আরেএইচ/